ক্রমিক নং | সেবা প্রদানের বিবরণ | সেবা প্রদানের সময় | সেবা প্রদানের পদ্ধতি মত্মব্য |
০১। | প্রতি বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান হতে ১০% ছাত্র ও ৩০% ছাত্রীদের নামে তথ্য ফরম পূরণ পূর্বক সংগ্রহ করা হয়। সকল তথ্যাদি প্রকল্প বাস্তবায়ন ইউনিট হতে ডাটা এন্ট্রি পূর্বক উপবৃত্তির তালিকা প্রস্তুত করে তালিকি উপজেলাতে পৌছানো হয়। শিক্ষার্থীদের নাম বরাদ্দকৃত টাকা PIU থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখায় প্রেরণ করা হয় এবং উপবৃত্তি বিতরণ করা হয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্প ও ডিগ্রী পাশ ও সমমান পর্যায়ে উপবৃত্তি প্রদান প্রকল্প একই নিয়মে প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের তথ্যফরম পূরণপূর্বক সংগ্রহ করা হয়।
| জানু-জুন ১ম কিস্তি জুলাই-ডিসেম্বর ২য় কিস্তি | সরাসরি প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে উপবৃত্তির অর্থ প্রদান।
|
০২। | বই বিতরণ প্রতিষ্ঠান | ১ জানুয়ারীর মধ্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ | প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের হাতে সরাসরি বই প্রদান।
|
০৩। | পরিদর্শন
| সারা বছর | সরাসরি প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS